valobasi bangladesh

নাগরিক দ্বায়বদ্ধতা থেকে হোক নাগরিক সাংবাদিকতা

বিজ্ঞাপন প্লেইস

Responsive Ads Here

বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯

সাংবাদিক ভাইদের কষ্টের বিনিময় কিছুটা হলেও অসহায় ব্যক্তিরা সরকারের সাহায্য পাচ্ছেন

লেখক সাংবাদিক এমরান
কোন এমপি / মন্ত্রী পানিতে নামেনি। হ্যা নেমেছে এদেশের সবচেয়ে অবহেলিত এবং অসহায় বেতন ভাতা বিহীন সাংবাদিক ভাইয়েরা। বন্যা বা কোন দুর্যোগ আসলে কোন এলাকায় কি প্রয়োজন বলতে বলতে গলা শুকায়।

এলাকার কিন্তু জনপ্রতিনিধিরা কখনই গলা শুকায় না, তারা এসি গাড়ি দিয়ে ঘুরে। সাংবাদিক ভাইদের কষ্টের বিনিময় কিছুটা হলেও অসহায় ব্যক্তিরা সরকারের সাহায্য পাচ্ছেন। আবার লক্ষ্যও রাখছেন সঠিক ভাবে বন্টন হয় কি না। কারণ কোন বরাদ্দ আসলে আগে এলাকার জনপ্রতিনিধিরা খায়, ছোকলা পাই আমরা।

সরকারের চোখ থাকে মিডিয়ার দিকে। আবার কিছু লোক এই সাংবাদিক ভাইদের ওপর হামলা, মামলাও করছে।

কিন্তু সাংবাদিকদের কেউ মারধর করলে তখন এদেশের জাতি ঘুমায়। প্রতিবাদ করতে আজও কোন জাতিকে দেখেনি।
সাংবাদিক ভাইদের কষ্টের বিনিময় কিছুটা হলেও অসহায় ব্যক্তিরা সরকারের সাহায্য পাচ্ছেন

ছবিতে যমুনা টিভির বগুড়া প্রতিনিধি, সুজন ভাই সারিয়াকান্দি এলাকায়

নাগরিক সাংবাদিক বাংলাদেশ Citizen journalist Bangladesh
আপনার নাগরিক দ্বায়বদ্ধতা থেকে আপনিও যোগ দিন, হয়ে উঠুন নাগরিক সাংবাদিক

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন