valobasi bangladesh

নাগরিক দ্বায়বদ্ধতা থেকে হোক নাগরিক সাংবাদিকতা

বিজ্ঞাপন প্লেইস

Responsive Ads Here

রবিবার, ২৮ জুলাই, ২০১৯

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় বন্যার্তদের পাশে এগিয়ে আসুন সকল স্বেচ্ছাসেবী সংগঠন - প্রজেক্ট এক টাকায় খাবার

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় রয়েছে প্রায় নয়টি ঝুকিপুর্ন চর! ব্রম্মপুত্র নদের পাশ ঘেষে এই চর অঞ্চলে হাজার হাজার মানুষের বসবাস। এই নাগেশ্বরী অঞ্চলটি বাংলাদেশের সীমান্ত এলাকা। এর এক পাশে আছে ভারতের আসাম অন্য পাশে আছে ভারতের কুচবিহার! অতি দুর্গম অঞ্চল বিধায় এখানে বন্যাক্রান্তরা সাহায্য পায়না বললেই চলে।

অতি সহজ সরল এই চর অঞ্চলের মানুষগুলোর বসতবাড়ি ভেসে গেছে বন্যার পানিতে।
ফসল সবজি বাগান নস্ট হয়েছে, ঘরের খাবার, জামা কাপর, ভেসে গেছে, এক মাত্র বিশুদ্ধ পানির টিউবয়েল টি বিকল হয়েছে, দিনের পর দিন না খেয়ে থাকছে এখানের নারী পুরুষ বৃদ্ধ ও শিশুরা!

আমরা আপ্রান চেস্টা করছি তাদের সাহায্য করার। মহান আল্লাহ আমাদের সহায় হোন।

এখানে পৌছানো খুব কঠিন কিন্তু আমরা এখানে কাজ করছি। আমরা আবেদন রাখছি সেই সকল স্বেচ্ছাসেবী সংগঠনের নিকট। আপনারা এই অঞ্চলটিতে কর্মসুচী পরিচালনা করুন। আমাদের বেইজ ক্যাম্প হতে যাবতীয় সহযোগীতা দেয়া হবে। বিনীময়ে কোন ক্রেডিট আমরা চাই না। আমরা শুধু চাই এই অসহায় মানুষগুলো সাহায্য পাক।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন