একটি সদ্যজাত মেয়ে বাচ্চার চিঠি বাংলাদেশের কাছে
প্রিয় বাংলাদেশ
আমি মাত্রই জন্ম নিলাম তোমার বুকে। হাত পা গুলো নারাচ্ছি আর চারপাশটা দেখতছি চোখ পিটপিট করে। পাশেই শুয়ে আছে আমার মা, আর ভাবছে আমি আমার মেয়েকে কি সর্বোচ্চ সুরক্ষা কি দিতে পারবো। আমি কি পারবো আমার সোনামনিকে হায়নাদের ছোবল থেকে রক্ষা করতে।
প্রিয় বাংলাদেশ
আমি মাত্রই জন্ম নিলাম তোমার বুকে। হাত পা গুলো নারাচ্ছি আর চারপাশটা দেখতছি চোখ পিটপিট করে। পাশেই শুয়ে আছে আমার মা, আর ভাবছে আমি আমার মেয়েকে কি সর্বোচ্চ সুরক্ষা কি দিতে পারবো। আমি কি পারবো আমার সোনামনিকে হায়নাদের ছোবল থেকে রক্ষা করতে।
অন্য দিকে আমি ভাবছি আমার বাবা, কাকা, মামা, পারাতো ভাই, স্যার, হুজুর এদের হাত থেকে নিজেকে রক্ষা করার সময় আমি কি আমার মাকে পাশে পাবো? নাকি তাকেও হারাতে হবে তোমার মতো? বাংলাদেশ এই প্রশ্নটা আমি তোমাকে করছি একজন নাগরিক হিসাবে।এই প্রশ্নটা আমি তোমাকে করতেই পারি।
ইতি
সদ্যজাত আমি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন