valobasi bangladesh

নাগরিক দ্বায়বদ্ধতা থেকে হোক নাগরিক সাংবাদিকতা

বিজ্ঞাপন প্লেইস

Responsive Ads Here

মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯

কবিতা - কেউ একটা তো চাই-ই

কবি সুমাইয়া সুমি
কেউ একটা তো চাই-ই
                 কবি সুমাইয়া সুমি

কেউ একটা তো চাই-ই, টিপ সরে গেলে
আয়নার মতো বলবে 'টিপ বাঁকা পরেছ।'
চোখের কাজল লেপটে গেলে ধরিয়ে দেবে।

কেউ একটা তো চাই-ই, পিছু ডাকবে
বলবে 'সাবধানে যেয়ো।'

কেউ একটা তো চাই-ই, ঘড়ির কাঁটার মতো
কাছে থাকবে। অভিমান দেখলেই বলবে,
'সবুজ পাতা তোমাকে ভালোবাসি।'

কেউ একটা তো চাই-ই, ভুল গুলোকে
শুধুই বকবে না। কাছে টেনে বলবে 'বোকা মেয়েটা,
আর কিছু ভালো রাখা যত্ন নিয়ো।'

কেউ একটা তো চাই-ই, খোলা জানালার মতো
আমাকে আকাশ দেখাবে। বলবে 'এখানে ঠিকানা রেখে
তুমি পাখি হয়ে যাও।'

কেউ একটা তো চাই-ই, হাওয়ার শিসের মতো
কানে এসে বলবে 'আমাকে ছাড়া কারো
প্রেমে পড়তে নেই।'

কেউ একটা তো চাই-ই, শাসন করবে আমার
খুচরো বিষাদ, আর আমাকে লুঠতে আসা
ডাকাত স্মৃতি।

কেউ একটা তো চাইই, গ্রীষ্মে বিছিয়ে রাখবে বুকে
শীতলপাটি, বলবে 'এই বুকের মধ্যে তোমাকে
বসতে দিলাম।'

কেউ একটা তো চাই-ই, কাছে থাকবে
"তুমি" বললেই যেমন দুঠোঁটে দুঠোঁট মেশে।

কেউ তো একটা চাই-ই, কিছুটা সে তাঁর মতো থাক,
কিছুটা আমার মতো হবে।

আপনার নাগরিক দ্বায়বদ্ধতা থেকে আপনিও যোগ দিন, হয়ে উঠুন নাগরিক সাংবাদিক

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন